স্টাফ রিপোর্টার : সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের আলোচিত গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে মামলার অন্যতম আসামী শাহ মাহবুবুর রহমান রনি, রাজন ও আইনুদ্দিনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে গ্রেফতারকৃত আসামীদের হাজির করে ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে বিচারক তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বিষয়টির তথ্য নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলায় রনি, রাজন ও আইনুদ্দিনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।