মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ ৭০০ পিচ ইয়াবাহসহ তিনজন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। তাদেরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুন) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে লোহাগড়া থানার এসআই মাসুদুর রহমান, এএসআই বাচ্চু শেখ, এএসআই মাহফুজ সহ সঙ্গীয় একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরভাটপাড়া এলাকার চর করফা ব্রীজের সামনে থেকে তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের প্যান্টের পকেট থেকে পৃথক ভাবে ৭০০ পিচ ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক পাচারকারীরা হলেন, উপজেলার চর করফা গ্রামের খান জাহান আলীর ছেলে সুমন খান (২৫), একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে আরমান (১৯) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার জীম্মনখালী গ্রামের জাফর আলমের ছেলে ফারুক (২০)। তাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক পাচারকারীদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।