উপরের ছবির বৃদ্ধ লোকটির নাম মো: সমুজ আলী (৬৫), পিতা মৃত মমশর আলী, গ্রাম – রায়পুর , ডাক : সৎপুর মাদরাসা, ইউনিয়ন- খাজাঞ্চী, উপজেলা – বিশ্বনাথ, জেলা সিলেট। তিনি রায়পুর গ্রামের বাসিন্দা।
গতকাল সোমবার ২৪ মে সকাল ১০ ঘটিকার সময় বাড়ী থেকে বাহির হলে এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
যদি কোন হৃদয়বান ব্যক্তি (মো: সমুজ আলী’র) সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ম ঠিকানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগঃ
হাফিজ মো: আব্দুর রহমান
গ্রাম: রায়পুর
ডাক: সৎপুর মাদরাসা
উপজেলা: বিশ্বনাথ
জেলা: সিলেট।
মোবা: 017 8173 3279
অথবা স্হানীয় ২নং খাজান্সী ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য: বৃদ্ধের মাথায় কিছু সমস্যা আছে বলে অবিহিত করেছেন বৃদ্ধের পরিবারের লোকজন।