স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে জনগুরুত্বপূর্ণ সবকটি পাকা রাস্তার বেহাল দশা। খানা-খন্দ, পুকুরসম গর্তে যানবাহন চলাচল, বিকল হয়ে পড়ার দৃশ্য প্রতিদিনের। বেহাল রাস্তাগুলোর হালহকিকত সংবাদ মাধ্যমে জোরালো ভাবে প্রকাশের পর এলজিইডি, সওজ কিংবা জনপ্রতিনিধিদের টনক নড়ছে না। বিগত মাসে পর-পর একাধিক সংবাদ প্রকাশের পর স্থানীয় এমপি মোকাব্বির খান ১৩/৮/২০ ইং তারিখে জনগুরুত্বপূর্ণ বিশ্বনাথের রামপাশা-রাজাগঞ্জ, খাজাঞ্চি-কামালবাজার রাস্তাগুলো সরজমিনে পরিদর্শন করেন। রাস্তাগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দেন। ৩ কোটি টাকার বরাদ্দের কথাও জানান গণমাধ্যম কর্মীদের। কিন্তু প্রতিশ্রুতির মাস পার হলেও কোন সংস্কার কাজ হয়নি এই এলাকার কোন রাস্তায়। এ নিয়ে পুরো উত্তর বিশ্বনাথ বাসী হতাশ হয়েছেন। ছাপা ক্ষোভে ফুঁসছেন অনেকেই।
কে করবে বিশাল দৈর্ঘের এই রাস্তাগুলোর মেরামতের কাজ? ভাঙ্গা রাস্তায় গাড়ী ঠেলতে ঠেলতে ড্রাইভার, যাত্রী সবাই অবসাদগ্রস্ত। ব্যক্তির উদ্দ্যোগে মেরামত করাটা এটাও একটা স্বপ্ন। শেষ পর্যন্ত হতাশায় একটু আলো ঢেলে আশার সঞ্চারী হয়ে এগিয়ে এসেছেন বৃহত্তর উত্তরবিশ্বনাথের ২ নং খাজাঞ্চী ইউনিয়নে গরীব মেহনতী মানুষের আপনজন, সমাজসেবক, আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আরশ আলী গনী। তাহার ব্যক্তি উদ্যোগে খাজাঞ্চী-কামালবাজার বেহাল পাকা রাস্তায় ইটের শুরকী ও বড় বড় গর্তে ইট বিছিয়ে মেরামতের কাজ আজ শুরু করেছেন। আপাতত যানবাহন ও জরুরী রোগী সেবার উপযুক্ত করে তোলাই তার লক্ষ্য।
সমাজসেবক আরশ আলী গনীর এমন মহতি উদ্যোগকে উত্তরবিশ্বনাথ এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। এশিয়ান এক্সপ্রেস ২৪.কম কে মুঠোফোনে উত্তর বিশ্বনাথ জোনাকী সেবা কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক নুর আহমদ, আরশ আলী গনীর এই উদ্যোগকে সমাজ সেবার উজ্জ্বল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন। আরশ আলী গনীকে অভিনন্দন জানান তিনি। পাশা-পাশী তিনি স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডি ও সওজ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে বলেন রাস্তাগুলো যেন দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহন করা হয়। তা না হলে কঠোর আন্দোলন কর্মসুচির মাধ্যমে আমাদের দাবী আদায় করে নিতে আমরা রাস্তায় নেমে পড়ব।
Leave a Reply