স্টাফ রিপোর্টার : সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে হামলায় সাবেক এক ইউপি সদস্য ও উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা রনজিৎ চন্দ্র ধর আহত হয়েছেন ।
ঘটনাটি ঘটেছে উপজেলার লামাকাজী ইউনিয়নের দত্ত পুর (দিঘলী) গ্রামে।
রবিবার (১৮ অক্টোবর ) সন্ধ্যায় গ্রামের জামাল মিয়ার বাড়ীর সামনের রাস্তায় ঘটনাটি ঘটে । এরপর রাতে রনজিৎ চন্দ্র ধরের পক্ষের লোকজন পাল্টা হামলা করে স্থানীয় এক ইউপি সদস্যকে আহত করে এবং বাড়ী ঘরে ইট পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ পাওয়া গেছে ।
এই ঘটনায় রনজিৎ চন্দ্র ধর এর ভাতিজা শামল চন্দ্র ধর বাদী হয়ে কাঞ্চন চক্রবর্তী সহ ৩ জনের নাম উল্লেখ করে ও আরো ২/৩ জনকে অজ্ঞাত অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন । মামলা নং ১২, তারিখ ১৯/১০/২০২০।
মামলা দায়েরের পর ইউপি সদস্য কাঞ্চন চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বিশ্বনাথ থানা পুলিশ ।