এইচ এম বাবুল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ– কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় সারা বাংলাদেশে “বাংলাদেশ শিক্ষক সমিতির” একযোগে স্বারকলিপি প্রদানের অংশ হিসেবে ৫ অক্টোবর সকাল ১০ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখা নাগেশ্বরী স্বারকলিপি প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর।এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ও নাগেশ্বরী ডি এম একাডেমী র প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান,সহঃ সভাপতি আঃ শাফি প্রধান শিক্ষক সুবল পাড় মাধ্যমিক বিদ্যালয়,সহঃ সভাপতি আজিজুল ইসলাম বাবু প্রধান শিক্ষক কাছারী পয়ড়া ডাংগার উচ্চ বিদ্যালয়,
সাধারন সম্পাদক মোঃনুর ইসলাম সরকার প্রধান শিক্ষক ছিলাখানা বহুমুখী ও কারিগরি উচ্চ বিদ্যালয়,অতিরিক্ত সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম রঞ্জু সিনিয়র শিক্ষক ছিলাখানা বহুমুখী ও কারিগরি উচ্চ বিদ্যালয়,যুগ্ম সাধারন সম্পাদক নুরে-আলম মাকসুদ রাজ সহঃপ্রধান শিক্ষক রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়,
যুগ্ম সাধারন সম্পাদক মোঃজাহিদুল ইসলাম খান (জাহিদ) সহঃ শিক্ষক জাগরণী বহুমুখী বিদ্যাবিথী,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সহঃ শিক্ষক সুখাতী বিদ্যানিকেতন,কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম সিনিয়র শিক্ষক গাগলা বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্তরের শিক্ষক নেতৃবৃন্দ।
এ সময় স্বারকলিপি প্রদানান্তে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি কে এম আনিছুর রহমান বলেন জাতীয় শিক্ষার ৯৫% শিক্ষা বেসরকারী শিক্ষা ব্যবস্থায় সম্পাদিত হচ্ছে।অথচ এই শিক্ষার কারিগর মাধ্যমিক শিক্ষক গণ অবহেলিত, মানবেতর জীবনযাপন করছেন।প্রকৃত শিক্ষা ও গুনগত মানসম্মত শিক্ষার জন্য চাকুরী জাতীয়করণ এর বিকল্প নেই।
সাধারণ সম্পাদক নুর ইসলাম সরকার বলেন বাংলাদেশের শিক্ষক সমিতি কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায়ে বিশ্বাসী নয়।সরকার বাহাদুরের নিকট আবেদন আমাদের যৌক্তিক দাবী জাতীয়করণ।
যা এ সরকারের ইস্তেহারেও পরিলক্ষিত ছিল।শিক্ষক সমাজ শ্রেণীকক্ষ ছেড়ে রাজপথে নেমে যাওয়ার পূর্বেই বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবী, তাদের চাকুরী জাতীয়করণ এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান।
এখানে উল্ল্যেখ্য যে,বাংলাদেশ শিক্ষক সমিতি তাদের স্বারকলিপিতে যুগোপযোগী শিক্ষানীতি বাস্তবায়নে,সন্ত্রাস দমনে, বাল্যবিবাহ প্রতিরোধে,শিক্ষার মানোন্নয়নে,যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষক সমাজের মূল্য ও মর্যাদা প্রদান সম্পর্কিত গৃহীতব্য পদক্ষেপ,
চাকুরী জাতীয়করণ এর ক্ষেত্রে পরামর্শ ও প্রতিষ্ঠানের যাবতীয় অর্থ সরকারী কোষাগারে জমা প্রদানের ব্যাপারে সরকারকে সাহা্য্য ও সহযোগিতা করার জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি (সেকেন্ডারি টিচার্স টাওয়ার,৬০ লক্ষী বাজার) ঢাকা-১০০০ নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষাত কামনা করছেন।