এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-কোন পুলিশ সদস্য কর্তব্যে অবহেলা করলে কঠোর ব্যবস্থা– বললেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
গতকাল সকাল ১০ পুলিশ লাইন্স কুড়িগ্রামের ফোর্সেস মেসে কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা’র সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যের সমস্যা ও প্রতিবন্ধকতার কথা অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন এবং তার দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি সকলকে ন্যায়-নিষ্ঠা ও পেশাদারী মনোভাব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সেই সাথে জেলার সকল স্তরের পুলিশ সদস্যদের পেশাগত দ্বায়িত্ব অবহেলার ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয়ার হুসিয়ারি উচ্চারণ করেন।
পরে পুলিশ সুপার কুড়িগ্রামের সভাপতিত্বে তার নিজস্ব কার্যালয়ে জেলা পুলিশ কুড়িগ্রামের জানুয়ারী’২১ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনা করেন এবং জেলা পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তা বৃন্দ সহ অফিসার ইনচার্জ গন কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভার প্রারম্ভে গত মাসে দায়িত্ব পালনে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদান রাখার জন্য ০৭ জন পুলিশ সদস্যকে উৎসাহিত করতে পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন যথাক্রমে-
শ্রেষ্ঠ সার্কেল-
জনাব উৎপল কুমার রায়
অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল,কুড়িগ্রাম
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ-
জনাব খান মোহাম্মদ শাহারিয়ার
নিরস্ত্র পুলিশ পরিদর্শক
অফিসার ইনচার্জ কুড়িগ্রাম সদর থানা,
শ্রেষ্ঠ এসআই (রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ এস আই)-
জনাব মজিদুল ইসলাম
কুড়িগ্রাম সদর থানা,
শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার-
জনাব মোঃ আব্দুর রাজ্জাক
এসআই নিরস্ত্র
নাগেশ্বরী থানা,
শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার-
জনাব মোস্তফা আনোয়ার আহমেদ
টিএসআই সদর ট্রাফিক,কুড়িগ্রাম।
শ্রেষ্ঠ এ এস আই-
জনাব আতাউর রহমান
রাজিবপুর থানা
এবং
বিশেষ পুরস্কার –
জনাব রওশন কবির
অফিসার ইনচার্জ নাগেশ্বরী থানা।