সমুজ আহমদ সায়মনঃ
সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সৎপুর দারুল হাদিস কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমানের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয় বৃটেনের লুটনে।
গতকাল ২৯ শে জানুয়ারী রবিবার বৃটেনের লুটনে সংক্ষিপ্ত সফরে থাকা অবস্থায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময়ে অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান তার বক্তব্যে জানান ; শাহজালালের (রঃ) পুণ্য ভূমি সিলেটের প্রথিতযশা আলিমে দ্বীন আশিকে রাসূল হযরত আল্লামা গোলাম হুসাইন সৎপুরী (র.) কর্তৃক ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসা আগামীতে উদযাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠার ৭৫ বছর। এ উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশে থাকা এ মাদ্রাসায় পড়ুয়া অসংখ্য আলিম উলামাদের ৭৫ বছরপূর্তি অনুষ্ঠানকে সফল ও সার্বিক সহযোগীতা করতে আহবান জানান ।
মতবিনিময়ে উপস্তিত ছিলেন মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ চৌধুরী,লুটন আনোওয়ারুল ইসলাম মাদ্রসার প্রতিষ্টাতা প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন , আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে এর পরিচালক ইমাম মাওলানা নুরুর রহমান , লুটন জালালাবাদ জামে মসজিদের চেয়ারম্যান হাজী আবুল কাশিম , লুটনের পরিচিত মুখ ডাক্তার রুহুল আমিন প্রমুখ ।