জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার মদিনা পাড়ার লিমা খানম(৩৩) নামে এক মহিলাকে ফেন্সিডিলসহ আটক করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম ।
গত বুধবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত লিমা খানম (৩৩) লোহাগড়া পৌর এলাকার মদিনা পাড়ার আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুস সালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া পৌর এলাকার মদিনা পাড়ায় আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার স্ত্রী লিমা খানমকে (৩৩) ২৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। তবে তার স্বামী আব্দুল্লাহ আল মামুন পলাতক রয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন লিমা খানম ও তার স্বামী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং লিমা খনমকে আদালতে পাঠানো হয়েছে।