জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ৬ নং জয়পুর ইউনিয়নের সাংগঠনিক কাযর্ক্রম বৃদ্ধির লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১১ জানুয়ারী)বিকেলে জয়পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে জয়পুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে জয়পুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোস্তফা কামাল লিওনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ নেওয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান।
এসময় নড়াইল জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, লোহাগড়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক শিকদার নজরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মহসিন উদ্দিন, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রোমান মৃধা, উপজেলা আওয়ামীলীগ নেতা শিকদার বুলবুল আহমেদ সেলিম, জয়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিকদার সাহাবুদ্দিন সাবু, জয়পুর ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সরদার সুজন মাহমুদ, যুবলীগ নেতা ইমরুল কায়েস হীরাঙ্গীর, যুবলীগ নেতা একেএম কবিরুল হক লাবুসহ অনেকেই উপস্থিত ছিলেন্।