রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধি : করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সারাদেশের ন্যায় কঠোর লকডাউন শুরু হয়েছে লালমনিরহাট জেলাতে।
আজ শুক্রবার লকডাউনের ২য় দিনে সকাল থেকেই কঠোর ভাবে মাঠে নেমেছে পুলিশ-প্রশাসন। গতকাল
বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে, লকডাউন মানাতে লালমনিরহাট জেলায় মোট পাঁচটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শহরে ঢুকতে গেলেই পড়তে হচ্ছে পুলিশি জিজ্ঞাসার মুখে। অতিপ্রয়োজন ছাড়া কাউকেই ঢুকতে দেয়া হচ্ছেনা শহরে।
পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। লকডাউন অমান্য করায় গতকাল ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে ২৫৭ জনকে মোট ১২২৪৫০ টাকা জরিমানা করেছে প্রশাসন । জেলায় কঠোর ভাবে লকডাউন বাস্তবায়ন করতে মোট ১৫ জন ম্যাজিস্ট্রেট কাজ করছে,জরুরি সেবা ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ওষুধ, কাঁচাবাজার ও খাবারের দোকান ছাড়া সকল দোকানপাট-মার্কেট বন্ধ রয়েছে।