মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বনার্ঢ্য শোভাযাত্রা ও ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮জানুয়ারি) সকালে রাজাপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে ছাত্র সমাবেশে মিলিত হয়। এতে ভাচুর্য়ালি প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
ছাত্র সমাবেশে উদ্বোধক ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবু ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মৃধা। সকাল থেকে ছাত্র সমাবেশে যোগদিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল এসে উপজেলা চত্ত্বরে জড়ো হয়। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পযার্য়ের আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।