মির্জা মাহামুদ রন্টু নড়াইলঃ
মিথ্যা অভিযোগে মানবন্ধন করার প্রতিবাদে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ আক্টেবর শনিবার সকালে উৎসব কমনিটি সেন্টারে ব্যবসায়ী নজরূল ইসলাম এ সংবাদ সম্মেলন করেন। তথাকতিথ দৈনিক বিডি খবরের সম্পাদক লিটন দত্ত বালু ব্যবসা করার নাম করে ব্যবসায়ী নজরুল ইসলামের কাজ থেকে ১১ লাখ টাকার লেনদেন করে। রাতের অন্ধকারে নজরুল ইসলমের টাকা সহ আরো অনেক ব্যবসায়ীর কাছ থেকে লিটন তার স্ত্রীসহ প্রায় ২ কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। লিটন দত্তের সাখে ব্যবসায়ীদের লেনদেনের বিষয় তার শ্যালক কল্যান বিশ্বাস জামিনদার থাকায় নজরুল তার কাজ থেকে ১১ লাখ টাকার একটা চেক নিলে এরই প্রতিবাদে কল্যান মানববন্ধন করেন।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে লিটন দত্তের শ্যালক কল্যান মিথ্যা কাল্পনিক সংখ্যালঘু নির্যাতন নাটক সাজিয়ে সাপ্রদায়িক সপ্রীতি বিনষ্ট করার পায়তারা করছে । তিনি এর তিব্র প্রতিবাদ জানান এবং এই ঘটনার সুষ্ট সমাধান দাবী করেন।