মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলার গণমানুষের প্রাণের সাংবাদিক সংগঠন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে নগদ ১০,দশ হাজার টাকা আর্থিক উপহার প্রদান করেছেন উপজেলার টেংরা গ্রামের জিল্লুল হক মুহিদের পুত্র, যুক্তরাজ্য প্রবাসী মজিদুল হক তায়েফ।
তিনি আজ রবিবার(৭ই অক্টোবর) প্রেসক্লাবের সভাপতি মোঃশাহিন উদ্দিনের মাধ্যমে প্রেসক্লাবের আনুসাঙ্গিক আসবাবপত্র ক্রয়ের জন্য এই উপহার প্রদান করেন।
প্রেসক্লাবের মাসিক সভায় সভাপতি মোঃশাহিন উদ্দিন এই উপহার কোষাধ্যক্ষ বরাবর হস্তান্তর করেন।মাসিক সভা থেকে তায়েফের প্রবাস জীবন সুখময় ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন, সহসভাপতি এ কে এম তুহেম, সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক, কবি এস. পি সেবু, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল কাইয়ুম, সদস্য মো. ছালেক উদ্দিন ও আনোয়ার হোসেন প্রমুখ।