বিশ্বনাথ প্রতিনিধি
বিশ্বনাথের টেংরা দাশপাড়ার অধিবাসী হতদরিদ্র সুশীল চন্দ দাশকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে অলংকারী ইউনিয়ন টেংরা ও এলাকার কয়েকজন প্রবাসীরা।
সুশীল চন্দ দাশ দীর্ঘ দিন থেকে তল পেটে হার্নিয়া নামক একটি রোগে ভোগছিলেন।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে অপারেশন করানোর সিদ্ধান্ত দিয়েছিলেন গত জুন মাসে। কিন্তু অপারেশন করানোর ব্যয়ভার তার না থাকায় নিরুপায় হয়ে চিকিৎসার বার্তাটি বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন উদ্দিন কে অবগত করেন। এরপর সাংবাদিক শাহিন উদ্দিন বিষয়টি কয়েকজন প্রবাসীকে অবগত করেন। এতে প্রবাসীরা তার চিকিৎসার ব্যয়ভারটি গ্রহণ করেন।
১৯ সেপ্টম্বর বৃহস্পতিবার দুপুরে সিলেট নর্থইস্ট মেডিকেল এন্ড হসপিটালে তার অপারেশন হয়েছে এবং অপারেশন সফলও হয়েছে।
চিকিৎসা সক্রান্ত টাকা রোগী সুশীল চন্দ দাশের সহধর্মিণী সীমা রানী শীলের হাতে ১৯ সেপ্টম্বর বিকেলে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসার ৫৬ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।
টাকা হস্তান্তরের সময় প্রবাসীদের পক্ষ থেকে
উপস্হিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আল জাহান, বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা মুহিন খাঁন, অলংকারি ইউনিয়ন পরিষদের মেম্বার
মোঃ বশির উদ্দিন, টেংরা তাফসিরুল কুরআন পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদ খাঁন ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন।
যে সমুস্ত প্রবাসীরা চিকিৎসা সহায়তা সহযোগীতা করেছেন তারা হলেন, যুক্তরাজ্যের ওল্ডহ্যাম সেন্টাল মসজিদের সেক্রেটারি টেংরা গ্রামের আব্দুল করিম, টেংরা ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান ইসলাম খাঁন, আমেরিকান প্রবাসী বিশ্বনাথের লালটেক গ্রামের অধিবাসী ও সাবিলিল্লাহ প্রজেক্টের চেয়ারম্যান আলমাছ আলী, টেংরা ডেভেলপমেন্ট ট্রাস্টের সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান মকসুদ ও বিশ্বনাথের টেংরার পুর্তগাল প্রবাসী সাবেক মেম্বার পদপ্রার্থী আজাদ মিয়া।
সুশীল চন্দ দাশের সহধর্মিণী সীমা রানী শীল তার স্বামীকে অপারেশনের আর্থিক সহযোগীতা করার জন্য দানশীল প্রবাসী ও স্বদেশে সহযোগী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।