বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথের ৩ নং অলংকারী ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের দ্বারা গঠিত সংগঠন প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে ইউনিয়নের দরিদ্র পরিবারে মাঝে নগদ ৫ লক্ষ টাকার অনুদান বিতরণ করেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে পবিত্র মাহে রামাদান উপলক্ষে ট্রাস্টের ব্যবস্থাপনায় অলংকারী পৌদনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে আনুষ্ঠানিক ভাবে ইউনিয়নের ৫শত দরিদ্র পরিবারের মাঝে এক হাজার টাকা করে এই নগদ অর্থ সহায়তা বিতরণ করে।
ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী এডভোকেট রশিদ আলীর সভাপতিত্বে স্যোসাল মিডিয়া ফেইসবুক এসএনবি পেইজের পরিচালক মোহাম্মদ আলী লিটনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, অলংকারী ইউনিয়নরে একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ লিলু মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার সামছুল ইসলাম।
হাফিজ এমদাদুল হক তুহিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির সমন্বয়ক ও সাবেক মেম্বার রফিকুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন , হাফসা মজুমদার ডিগ্রি কলেজ এর সহযোগী অধ্যাপক মনযুর আহমদ, সমাজ সেবক জানু মিয়া, শিক্ষানবিশ আইনজীবী মতিউর রহমান, ছাত্র নেতা জাকির হোসেন ইমন।
উপস্থিত ছিলেন, অলংকারী গ্রামের বিশিষ্ট মুরব্বি আবদুল জব্বার, মফিজ আলী, মোহাম্মদ আলী সিরাজ, ওয়াহাব আলী, ৭ নং ওয়ার্ড সদস্য বশির আহমদ, ৯ নং ওয়ার্ড সদস্য শামীম আহমদ সহ এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ।