বিশ্বনাথ প্রতিনিধিঃ ‘রক্তদানে আর নয় ভয়, আমরা করব রাজ পথ জয়’ – এই স্লোগান নিয়ে অনলাইন ভিত্তিক (হোয়াটসঅ্যাপ) রক্তদান গ্রুপের যাত্রা শুরু হয়েছে বিশ্বনাথে। এ লক্ষ্যে অনলাইন ভিত্তিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
সামাজিক ভাবে যোগাযোগ করে রক্ত দাতাদের কাছ থেকে সংগ্রহ করা যাবে রক্ত। বিপদে পতিত এমন লোকজনকে দ্রুত রক্ত পৌঁছে দিয়ে সামাজিক দায়বদ্ধতা পালন করতে চান তারা। তাদের ভাষায়- “সামাজিক কাজকে ইবাদত মনে করে সমাজের মানুষকে কিছু উপহার দেয়া। তাই তার লক্ষে পৌছাতে এই গ্রুপের নামকরণ করা হয় “servant of humanity donet blood organization“. এই অনলাইন গ্রুপের পথ চলা শুরু হয় ১০/১১/২০ ইং তারিখে। দীর্ঘ ৭ মাস পর এই গ্রুপের কার্যক্রম পরিচালনা হবে মাঠ পর্যায়ে”।
এই গ্রুপে সিলেট জেলার অনেক রক্তদাতা একত্রিত হয়েছেন বলে জানা গেছে। যারা দীর্ঘ ৭ মাস ধরে অনলাইনের মাধ্যমে রক্তদান করে আসছেন।
তাই এখন থেকে রক্তদান কর্ম ভিন্ন পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করতে তারা সাংগঠনিক রূপ রেখা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সে লক্ষ্যে গ্রুপের একটিভ এডমিনরা মিলে আহ্বায়ক কমিটি গঠন করেন বিগত ২৪-০৬-২০২১ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার সময়।
এ লক্ষে ক্রিয়েটর ও এডমিন হোয়াটসঅ্যাপ গ্রুপের আহবানে ভার্চ্যুয়ালী এক সাধারণ সভার আয়োজন করা হয়। ভার্চ্যুয়ালী সভায় অংশ নেন সমাজ সেবক আব্দুন নুর, মোঃ আলিম উদ্দিন প্রমুখ।
বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক মুহাম্মদ সুমনকে আহবায়ক, শেখ মঞ্জুর কে ৯০ কার্যদিবসের জন্য সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।