শেখ সফিকুল ইসলাম সফিক বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধিঃ বানিয়াচংয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আবারও মাঠে নেমেছেন সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি।
সোমবার (১৫ মার্চ ২০২১) বিকালে স্থানীয় গ্যানিংগঞ্জ বাজারে তিনি অভিযান পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড করা হয়।
বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় বাজার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে অভিযান পরিচালনার সময় এসিল্যান্ড ইফফাত আরা জামান উর্মি বলেন, করোনার সংক্রমন থেকে নিজেকে, নিজের পরিবারের সদস্য, দেশ ও দেশের মানুষকে বাঁচাতে সকলকে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।