মির্জা মাহামুদ হোসেন নড়াইলঃ করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্থ শ্রমজীবিদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে নড়াইল জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি ।
শনিবার (১০ জুলাই) রাতে নড়াইল পুলিশ লাইনস স্কুল, জমিদার বাড়ি মন্দির চত্বর ও মুলিয়া বিট পুলিশীং কার্যালয়ে দুইশত পরিবারের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা বিতরণ করেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকী, পুলিশ নারী কল্যাণ সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি রুনুু দে, সদর থানার ওসি শওকত কবির, ডিবি পুলিশের ওসি সুকান্ত সাহা সহ অনেকে।
এসময় পুলিশের অন্যান্য কর্মকর্তারা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার, এই করোনাকালে সরকার ও বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি অসহায় মানুষের সহযোগিতার হাত বাড়ানোর জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান।