মির্জা মাহমুদ রন্টু, নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর করোনা প্রতিরোধে সময়
নড়াইল শহরের বিভিন্ন জনবহুল স্পটে জরুরী ভিত্তিতে দৃষ্টিনন্দন হ্যান্ড ওয়াশিং বেসিন নির্মাণ করে দিয়েছে।
সুত্রে যানা গেছে প্রতিটি বেসিনে ৩০ হাজার টাকা ব্যয় হয়েছে। কিন্তু এ বেসিন তেমন কোন প্রয়োজনে আসেনি বলে জানিয়েছন একাধিক ব্যক্তি। সরেজমিনে তুলারামপুর ইউনিয়ন পরিষদের সামনে নির্মিত এ বেসিনে পানি ই বের হচ্ছে না। নড়াইল পৌর এলাকার বিভিন্ন জায়গায় এ বেসিনে কোন রকম কার্যক্রম চোখে পড়েনি। বেসিন নির্মাণের নামে মোটা অংকের টাকা লুটপাট করা হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। এ বেসিনে পর্যাপ্ত সাবানের ব্যবস্থা করার কথা থাকলে ও অনেকগুলো বেসিনে সাবান তো দুরের কথা পানিই নেই। জেলা শহরে হাত দোয়ার তেমন কোন ব্যবস্থা না থাকার কারনে এ উদ্যোগ গ্রহন করেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর। ঘূষ দূর্নীতির অভিযোগ ধামাচাপা দিতে কতগুলো বেসিন নির্মাণ করা হয়েছে তার তথ্য দিতে গড়িমসি করছেন নড়াইল সদর জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী জি এম এহসানুল হক। তিনি জানান তুলারামপুর বেসিন দিয়ে পানি বের হচ্ছে না এমন কোন অভিযোগ আমার কাছে নাই। কাজের মান কেমন হয়েছে সে বিষয়ে ঠিকাদার দায়ি। পাবলিক যদি বেসিন ব্যবহার না করেন তা আমরা কি করব।