মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলে করোনা সংক্রমণ প্রতিরোধে এগিয়ে এলো একটি বেসরকারি সংস্থা।
সাউথ বাংলা কম্পিউটারস নামে এই সংস্থা নড়াইল প্রেসক্লাব, নড়াইল পৌরসভা এবং সেচ্ছাসেবী সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে করোনা সুরক্ষা সামগ্রি ৪হাজার কেএন-৯৫ মাক্স প্রদান করেছে।
শুক্রবার (৯ জুলাই) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিধি মেনে সংস্থার খুলনা বিভাগীয় আঞ্চলিক ম্যানেজার হীরা বেগম এসব মাক্স হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার
বাবা গোলাম মুর্তজা স্বপন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, ক্লাবের বর্তমান
সহ-সভাপতি সৈয়দ নাঈমুর রহমান ফিরোজ, এম মুনীর চৌধুরী, সিনিয়র সাংবাদিক কার্ত্তিক দাস, ফাউন্ডেশনের ভাইচ চেয়ারম্যান ও নড়াইল প্রেসক্লাবের সাধারন
সম্পাদক শামীমূল ইসলাম টুলু, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা নজরুল ইসলাম প্রমুখ।