এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- গতকাল ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার জেলার বিভিন্ন থানার গরীব অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন কুড়িগ্রাম পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে কম্বল বিতরন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম । এ সময় উপস্তিত ছিলেন প্রেসক্লাব সভাপতি জনাব আহসান হাবীব নীলু, সাংবাদিক হুমায়ুন কবির সূ্র্য এবং জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন।
পরে নাগেশ্বরী থানার ভিতরবন্দের হাতিবান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় ১২০ জন ছাত্র ও গোলাপ খাঁ শিশু নিকেতনে ৬০ জন শিশুর মাঝে কম্বল বিতরন করেন । রাতে ফুলবাড়ি থানা প্রাঙ্গণে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেন পুলিশ সুপার ।এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহকারী পুলিশ সুপারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।