জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রাম সদর থানা পুলিশ পাউবোর কর্মচারীর উপর হামলার ঘটনায় রবিবার ( ২৭ জুন) দুপুরে এলজিডির পিছন থেকে মামলার আসামি এরশাদুল কে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য যে,কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নদী ভাঙন রোধে চলমান প্রকল্পের কাজে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে কুড়িগ্রাম পাউবো’র কার্য সহকারী সরাফাত আলী (৫২) কে বেদম মারপিট করেছে সন্ত্রাসীরা। এসময় তাকে বাঁচাতে হামলার শিকার হয়েছে আরও ৩ শ্রমিক।
শনিবার (২৬ জুন) সকালে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ভাটলার পাড় স্লুইস গেটে এই ঘটনা ঘটে।
এই হামলার ঘটনায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় শাহজামাল, আজিজুল ইসলাম ও এরশাদুলসহ অজ্ঞাত ৭/৮জনের নামে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর আহত ৩জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, চাঁদার দাবিতে কর্মচারীকে আহত করার ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এরই প্রেক্ষিতে রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এরশাদুল কে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।