আব্দুল হালিম,বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধিঃ ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ সিলেট তথা সমস্ত বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আজকের উত্তরা পত্রিকা সিলেট প্রতিনিধি, ‘পত্রিকা ৭১ এর বিশ্বনাথ প্রতিনিধি সাংবাদিক মো: শাকেল মিয়া।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত, যখন বৈশ্বিক মহামারি করোনা (কোবিড-১৯) ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন গৃহবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে।
তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সাথে ঈদ উদযাপন করতে হবে। পাশাপাশি তিনি সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতির পূণ্যভূমি ৩৬০ আউলিয়ার পূন্যভূমি সিলেটে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ গঠনে এগিয়ে আসার উদাত্ব আহবান জানান।