মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
মুফাসসিরে কুরআন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী বলেছেন আমি হকপন্থী কোন প্রতিষ্ঠান বা আলেমের বিরুদ্ধে কোনদিনই কোন সমালোচনা করি নাই। তিনি শপথ করে বলেন আমি আলেমদের সমালোচনা করে নি বরং যারা ইসলামী স্কলার সেজে শরীয়তের বিধান এর বিকৃত ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলেছেন তাদের থেকে মুসলিম উম্মাহকে বাঁচানোর জন্যই আমি শরীয়তের বিধান এর সঠিক ব্যাখ্যার সাপক্ষে কথা বলেছি। মাহফিলে
উপস্থিত জনতার সামনে শরীয়তের বিধান এর উদাহরণ দিয়ে তিনি বলেন শরীয়াতে ফরজ বিধান মহিলাদের মুখ ঢেকে রাখা, কিন্তু কিছু ইসলামিক স্কলার ফতোয়া দিয়েছেন মুখ খোলা রাখলেও চলবে, শরীয়তে দাড়ি লম্বা করার কথা বলা হলেও অনেকে স্কলার দাড়ি কোনরকম থাকলেই চলবে বলে মনে করেন অনেকে, আলেম রমযানের রোযা ফরয যা সবার জন্য আদায় করা অত্যাবশ্যকীয় কিন্তু অনেক ইসলামিক স্কলার তার ব্যাখ্যা দিয়ে বলেছেন প্রচণ্ড গরমে শ্রমিকদের রোজা তখন না রাখলেও চলবে,, কাজা নামাজ ও সামগ্রিক সামুদ্রিক প্রানীসহ শরীয়তের সকল বিধানের অপব্যাখ্যা দানকারীদের মুখোশ উন্মোচন করে মুসলিম উম্মাহর কাছে সঠিক বিধান এর আলোচনা পৌঁছে দেওয়ার জন্য আলেম সমাজের প্রতি অনুরোধ জানান তিনি।
প্রধান বক্তার বক্তৃতায় মাওলানা সিদ্দিকী বলেন আমরা হক পন্থী চরমোনাই, তাবলীগ, হেফাজত সবাই ঐক্যবদ্ধ আমরা যেকোনো মুহূর্তে এক প্লাটফর্মে আসতে কোন বাধা নেই। যারা হক পন্থী আলেমদের সমালোচনা করে তারাই তাদের মিশনকে বাস্তবায়ন করার জন্যই আলেম-ওলামাদের সমালোচনা করে।
বর্তমান ভাস্কর্য ইস্যুতে তিনি বলেন ভাস্কার্য তথা মুর্তি শরীয়তে হারাম তাই মুর্তি পুজা থেকে সরে আশার পাশাপাশি অজ্ঞতার কারণে মুসলিম-সমাজে অনেক ঘরে ঘরে পুতুল নামক মূর্তি রাখার মত অহেতুক কাছ থেকেও সবাইকে পরহেজ করার আহ্বান জানান তিনি।
গতকাল রাত ১০টায় নগরীরর পূর্ব বানিয়া খামার, লোহার গেটস্থ জামিয়া মিল্লিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার ৩৬ তম বার্ষিক মাহফিলে প্রধান বক্তার বক্তৃতা তিনি এসআ কথা বলেন।
মাদ্রাসার মুহতামিম মাওলানা শেখ আব্দুল্লাহ এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব,
মাহফিলে বিশেষ বক্তা ছিলেন গোপালগঞ্জের বিশিষ্ট আলেম ও মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী প্রতি বছরের ন্যায় এ বছরও
এ মাহফিল শোনার উদ্দেশ্যে মাহফিলে অংশ নেয়ায় হাজার হাজার মুসল্লী মাহফিলের
মূল প্যান্ডেলে জায়গা না পেয়ে রাস্তায় ও আশপাশের এলাকা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে দাড়িয়ে মুসল্লিদের আলোচনা শুনতে দেখা যায় হাজার হাজার মুসল্লীর ভিড় মাহফিল শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে