এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
৭ ফেব্রুয়ারি বুধবার কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজের সুবর্ণ জয়ন্তীর নিবন্ধনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২ টায় ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ী ডিগ্রী কলেজের ৫০ বছর পুর্তি সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে নিবন্ধনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, মোড়ক উন্মোচন করেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আমির আলী ।
এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ আলী পোদ্দার রতন, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান, ফুলবাড়ী সদর চেয়ারম্যান হারুন অর রশিদ, ফুলবাড়ী জছি মিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ফুলবাড়ী পেশক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ সাংবাদিক রাজনীতিবিদ প্রাক্তন ছাত্র ও শিক্ষকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। নিবন্ধন ফরম পূরণ করেন কলেজের প্রতিষ্ঠাকালীন ছাত্র শাহাজান আলী বাদশা।
শেষে অত্র কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।