জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১২এপ্রিল বুধবার অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ পরিবহনকে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে ।
বুধবার পরিবেশ অধিদপ্তর,কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে জেলাল সদর উপজেলায় ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
এসময়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ২ টি বাস ও ১ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট ১ হাজার ১ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ৪ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম।
কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।