সিলেট প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকার কাণ্ডারি হতে চান একুশে পদকপ্রাপ্ত, গণমাধ্যম ব্যক্তিত্ব, স্বনামধন্য চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা ডা. অরূপ রতন চৌধুরী। শনিবার (৮ জুলাই) সিলেট নগরের একটি হোটেলের হলরুমে সংবাদ সম্মেলন করে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন এই বিশেষজ্ঞ চিকিৎসক।
পরিকল্পিত, স্মার্ট, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘অভূতপূর্ব উন্নয়ন মোড়কে এই অঞ্চলকে স্মার্ট, আধুনিক এবং উদাহরণযোগ্য হিসেবে গড়ে তুলতে চাই। তারও আগে চাই সচেতন জনগোষ্টী ও আলোকিত একটি যুবসমাজ। সেই লক্ষ্যকে সামনে রেখে ইতোমধ্যে আমার কাজ শুরু হয়ে গেছে। মাদকাসক্ত যুব সমাজকে কর্মক্ষম এবং শক্তিতে রূপান্তরের প্রয়াস চলছে অব্যাহতভাবে। আমি বিশ^াস করি আলোকিত মানুষ ছাড়া আলোকিত সমাজ গঠন অসম্ভব।’
বীর মুক্তিযোদ্ধা ডা. অরূপ রতন আরও বলেন, ‘বিশ্বনাথ উপজেলা, ওসমানী নগর ও বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার, পশ্চিম গৌরীপুর এবং পূর্ব গৌরীপুর ইউনিয়ন নিয়েই এই আসনটি গঠিত। সিলেটের সর্বাপেক্ষা উপেক্ষিত এবং অবহেলিত হিসেবেও এই আসনটিকে গণ্য করা হয়। ধারাবাহিক উন্নয়ন বঞ্চিতের কারণে পাহাড়সম সমস্যায় সিলেট-২ আসন।’
এই এলাকার সন্তান হিসেবে অবহেলিত এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, ‘এই মাটিতে জন্ম নিয়ে পেয়েছি অনেককিছুই। তবুও একটা অপূর্ণতা কাজ করছে মনের ভিতর। এর পিছনে রয়েছে শেকড়ের প্রতি অনিবার্য দুর্বার টান এবং দায়বোধ। আমার শেকঁড় সিলেট। জন্ম মাটির টানেই বারবার সিলেটে আমার ছুটে আসা। এখন চাওয়া একটাই- নিজের শেষ সময়টুকু সিলেটের মাটি ও মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই।’
রনাঙ্গণের একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধেল আকাক্সক্ষা বাস্তবায়ন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা এখনও সম্ভব হয়নি বলে মনে করেন তিনি। ডা. অরূপ বলেন, ‘জাতির পিতার ডাকে সাড়া দিয়ে অংশ নিয়েছিলাম একাত্তরের মহান মুক্তিযুদ্ধে। আজও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বেঁচে আছি। আমি মুত্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করছি।’
জাতির পিতার কন্যা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ‘জাতির পিতার কন্যা নিজ কর্মগুণে আজ বাংলাদেশকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। সেই অর্জন ধরে রাখতে হলে, মনে-প্রাণে দেশবান্ধব শক্তির প্রয়োজন। সুতরাং আমার বিশ্বাস-দলীয় প্রধান বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আমাকে সিলেট-২ আসনে দলীয় মনোনয়ন দিয়ে অবহেলিত মানুষের পক্ষে কাজ করার সুযোগ করে দিবেন।’
বক্তব্যের শুরুতে তিনি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পচাঁত্তরের ১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডে স্বপরিবারের নিহত বঙ্গবন্ধুর পরিবারের সব সদস্য এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সব বীর সেনানী ও সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, ড. অরূপ রতন চৌধুরী ১৯৫২ সালে সিলেটের বিশ^নাথ উপজেলার লামাকাজি সংলগ্ন আকিলপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সিলেটের কৃতী সন্তান শৈলেন্দ্র কুমার চৌধুরী এবং মাতা বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ মঞ্জুশ্রী চৌধুরী ছিলেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক। বড় ভাই অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী এবং বোন অধ্যাপক ড. মধুশ্রী ভদ্র। স্ত্রী একজন সুগৃহিনী গৌরী চৌধুরী। তার দুই পুত্র অনির্বাণ চৌধুরী ও সপ্তক চৌধুরী। তিনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের একজন কণ্ঠশিল্পী/শব্দ সৈনিক।
ড. অরূপ রতন চৌধুরী একজন স্বনামধন্য দন্ত চিকিৎসক। প্রায় তিন দশক ধরে দেশের যুবসমাজকে নিয়ে কাজ করছেন। ১৯৮৯ সালে মাদক ও ধূমপান বিরোধী সংগঠন ‘মানস’ প্রতিষ্ঠার প্রতিষ্ঠার মাধ্যমে যুব সম্প্রদায়কে ধূমপান ও মাদক থেকে রক্ষায় নিরলসভাবে কাজ করছেন এবং বর্তমানেও সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করছেন।
১৯৮০ সাল থেকে বেতার ও টেলিভিশনে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন। সঙ্গীত জগতে ৬০ বছর ধরে এবং বর্তমানে বেতার, টেলিভিশনে বিশেষ শ্রেণিভুক্ত রবীন্দ্র সঙ্গীত শিল্পী এবং নিয়মিতভাবে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করছেন। তাছাড়া জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির উপদেষ্টা ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্যও তিনি।