সিলেট প্রতিনিধিঃ
বকেয়া এরিয়া বিল পরিশোধের দাবীতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট শাখা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানব বন্ধন পালন করেছে।
আজ ৮ মার্চ বিকেলে মানব বন্ধনে বক্তারা শ্রম মন্ত্রণালয়ের ঘোষিত পরিপত্র বাতিল করে আংশিক নয়, সকল শ্রমিকদের ২০২১-২২ সালের বকেয়া এরিয়া বিল অবিলম্বে পূর্ণাঙ্গ ও এককালীন পরিশোধের দাবীতে এই মানব বন্ধন কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সভাপতি বিরেন সিং এর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা শফিকুল ইসলাম। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা কমিটির উপদেষ্টা মুখলেছুর রহমান, সহসভাপতি আমেনা বেগম, কেওয়াছড়া চা বাগানের পক্ষে শয়ন সিং জোনাকি দাস, খান চা বাগানের নেত্রী উষা বুনার্জী প্রমুখ।
এসময় বক্তারা এককালীন বকেয়া এরিয়া বিল পরিশোধের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জোর দাবী জানান।