জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে ৯৫২ জন হতদরিদ্র মানুষের মাঝে ন্যায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের(টিসিবি)পণ্য দেওয়া হয়েছে।
গতকাল বুধবার দুপুরে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্ধোধন করেন নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি জোসেফ হোসেন।প্রতিজনকে ৪৭০ টাকায় ২ কেজি সয়বিন তেল, ২ কেজি ডাল, ১ কেজি ছোলা ও ১ কেজি চিনি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার লোহাগড়া উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ ইনায়েত হোসেন, সচিব শক্তি রঞ্জন বিশ্বাস, কাজী আজিজুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান তবি, সৈয়দ মাসুম রেজা, মোঃ মনিরুজ্জামান ও গ্রাম পুলিশের সদস্যসহ অনেকে প্রমুখ।