জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কোটাকোল ইউনিয়েনর ১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে ১নং ওয়ার্ড ধলাইতলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ও সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা শামীমের (লাকী গাজী) সভাপতিত্বে ও মুন্সী শরিফুল ইলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র মোঃ আশরাফুল আলম।
এসময় লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বি আর ডি বি চেয়ারম্যান এম রাশেদ হাসান, জেলা আওয়ামীলীগের সদস্য খান গোলাম মোস্তফা, আলোকিত নড়াইল পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক সাথী তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব মুসল্লী, জেলা মহিলা যুবলীগের সহ-আর্ন্তজাতিক গাজী ফারদীন, স্বেচ্ছাসেবকলীগের নেতা মুন্সী মেশকাততারু শেখ, ইব্রাহীম শেখ, গাজী রফিকুল জামান, সৈয়ূদ মাসুদ, কোটাকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি গাজী বুলবুল ইসলাম, গাজী উজ্জ্বলসহ আওয়ামীলীগ ও তাঁর সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পঁচাত্তরের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।