জহুরুল হক মিলু, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের ৯৮৫ জন হতদরিদ্র মানুষের মাঝে ন্যায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের(টিসিবি)পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল রোববার উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদ চত্বরে সকাল ১১টা থেকে সারাদিন এ পণ্য বিতরণ করা হয়।
টিসিবির পণ্য বিতরণ কাযর্ক্রমের উদ্ধোধন করেন জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন। এ সময় জয়পুর ইউপি সচিব কাজী রাসেল আহমেদ, ট্যাগ অফিসার উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, ডিলার কাজী আরিফ আহম্মেদ, জয়পুর ইউপি সদস্য শরীফ মোঃ বিল্লাল হোসেন, মোঃ আতিয়ার রহমান, আবুল খায়ের, মোঃ অনিক শেখ, জয়পুর মহিলা ইউপি সদস্য মোছাঃ পারুল বেগম, মেছাঃ শেফালি বেগম, মো. বাচ্চু , সহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জয়পুর ইউনিয়ন পরিষদের(ইউপি)চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন বলেন, আমার ইউনিয়নে ৯৮৫ জন হতদরিদ্র মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। প্রতিজনকে ৪৭০ টাকায় ২ লিটার সয়বিন তেল, ২ কেজি ডাল ও ৫ কেজি করে চাউল দেওয়া হয়েছে।