২১শে মার্চ লন্ডনে (২১৪ জুবিলী স্টীটে)সূবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র মাসুক মিয়া। বিগত ২১শে জানুয়ারি ২০২৩ ইং বাংলাদেশে অনুষ্ঠিতব্য সূবর্ণ জয়ন্তীর বিশদ আলোচনা করা হয় এবং সকলের মতামতের ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেমন কলেজ প্রাঙ্গনে ছাত্র/ছাত্রীদের নামাজের স্হান নির্মানে সহযোগিতার উদাত্ত আহ্বান করা হয়।এতে সবাই একত্রিত হয়ে নির্মান কাজকে তরান্বিত করে দুনিয়া ও আখেরাতের অশেষ ছওয়াব হাসিল করার অনুরোধ করেন বক্তারা। পরবর্তীতে লন্ডনে একটি পূর্ণমিলনী অনুষ্টান করার জন্য উপস্থিত সবাই একমত পোষণ করেন। যথাসময়ে স্হান ও সময় পরবর্তীতে জানানো হবে । আরো বক্তব্য রাখেন সর্ব জনাব মুকিত খান,আব্দুল হক, আজম খান,সানুর খান, মিরজাহান, আব্দুর রকিব, বাদশা মিয়া,শামীম আহমেদ, ফারুক আহমেদ,রেজওয়ান খান,আয়াছ মিয়া,আবুল বশর, শামীম আহমেদ।অনুষ্টানে উপস্হিত হতে না পারায় অপারগতা প্রকাশ করেন, মশাহিদ আলী,ছমির আলী,হাবিবুর রহমান,ফয়সল, আব্দুল হান্নান,ই্ফতেখার, জাকারিয়া, রাসেল খান,আফজাল,কাইয়ূম, নিজাম,বাছির খান,গিয়াস উদ্দিন,সৈয়দ ফয়সল ,সৈয়দ হুমায়ূন ,সৈয়দ মশাহিদ ,শাহ আলম ,সাদেক আলী ,সিলিক উদ্দিন ,সাদেকুর রহমান, মিনহাজ ,হান্নান ,আরো অনেকে । পরিশেষে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের পর্যালোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয় ।