জৈন্তাপুর প্রতিনিধিঃ
জৈন্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগের উপজেলা আহবায়ক কমিটি ও ছয়টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
বৃহস্পতিবার ( ৩০শে নভেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রীর জৈন্তাপুর শ্রীপুর বাসভবনে সন্ধ্যা ৮ ঘটিকার সময় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রায় দেড় ঘন্টাব্যাপি চলা এ মতবিনিময় সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা ও উপজেলার ছয়টি ইউনিয়নের যুবলীগের কর্মীদের করনীয় বিষয় নিয়ে নির্দেশনা প্রদান করেন।
এ সময় জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন উপজেলার ছয়টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দদের মন্ত্রীর সাথে পরিচয় করিয়ে দেন। এ সময় আনোয়ার হোসেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ইউনিয়নে কর্মী ও প্রস্তুতি সভা নিয়ে রিপোর্ট পেশ করেন এবং বিজয়ের মাস ডিসেম্বরে জৈন্তাপুর উপজেলায় বৃহৎ পরিসরে একটি যুবসমাবেশ করার অনুমতি প্রার্থনা করেন।
মত বিনিময় সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী উপস্থিত যুবলীগের নেতৃবৃন্দের প্রতি বক্তব্যে বলেন, জৈন্তাপুর উপজেলা যুবলীগের উপর আমার পূর্ণ আস্হা ও বিশ্বাস আছে। যুবলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সরকারের সকল উন্নয়ন কার্যক্রমের চিত্র মানুষের মধ্যে তুলে ধরতে ঘরে ঘরে প্রচার করা।
আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামীলীগ ও অন্য সহযোগী সংগঠনের ন্যায় শেখ হাসিনা তথা নৌকার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সেই সাথে ভোটের দিন ভোট কেন্দ্রে ভোটারদের সংখ্যা বৃদ্ধি সহ কোন ধরণের অপ্রচার সৃষ্টি যাতে কেউ না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
এ সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান, সদস্য এবাদুর রহমান,আবদুল মোতালিব,বাদশা মিয়া,সাইফুল ইসলাম বাবু, নির্মল দেবনাথ,শামিম আহমদ, সুমন আহমেদ, কামারান আহমেদ,সুলতান মাহবুব টিটন,নিক্সন রায়,জুয়েল আহমেদ ডালিম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন যুবলীগের শামিম আহমেদ, আবুল খায়ের তালিব, খায়ের আহমেদ, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন যুবলীগের নজরুল ইসলাম, তোফায়েল শাহীন, ফারুখ আহমেদ, আবদুল হান্নান, ৩ নং চারিকাঠা ইউনিয়নের শরিফ আহমেদ, ৪ নং দরবস্ত ইউনিয়নের আবদুল কুদ্দুস, বিলাল আহমেদ, হারিস উদ্দিন, ৫ নং ফতেহপুর ইউনিয়ন যুবলীগের আজির উদ্দিন, আবদুল খালিক মহালদার, ৬ নং চিকনাগোল ইউনিয়নের শামিম আহমদ ও শাহীন ফেরদৌস উপস্থিত ছিলেন।