ডেস্কঃ
রাহুল গান্ধীর ” ভারত জোড়ো ন্যায় যাত্রা” ঘিরে রণক্ষেত্র আসামের গুয়াহাটি। মঙ্গলবার ২৩ জানুয়ারি কংগ্রেস কর্মী, সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ঘিরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপরই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেসি বেণু গোপাল সহ একাধিক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি ) ” ভারত জোড়ো ন্যায় যাত্রা”র যাত্রা পথ ঘিরে বিবাদ শুরু হয় মুখ্যমন্ত্রী ও রাহুল গান্ধীর, যানজটের সমস্যা এড়াতে যাত্রাপথ বদলাতে বলেন মুখ্যমন্ত্রী। যদিও সেই নিষেধাজ্ঞা শোনেননি কংগ্রেস কর্মীরা। রাহুলের নেতৃত্বে যাত্রা রুখতে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী, গুয়াহাটির সেই রুটেই এগিয়ে যান কংগ্রেস কর্মীরা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কর্মী সমর্থকদের। এই ঘটনার পরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ” এটা একেবারে নকশালদের মত আচরণ। এটা আসামের সংস্কৃতি নয়।” রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, হিংসার প্ররোচনা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং পুলিশের উপর হামলার অভিযোগে রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন তিনি।