রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
গতকাল ১৪ ই মে,২০২৩ (রবিবার) রাত আনুমানিক ১১. ৩০ মিনিট একদল যুবক দহগ্রাম ৫ নং ওয়ার্ড সীমান্ত লাগোয়া বাগডোগড়া অতিক্রম করে অবৈধ পন্থায় গরু আনতে ভারতে যায়,এ সময় তাদের গতিবিধি লক্ষ্য করে ভারতীয় বিএসএফ তাদের ধাওয়া করলে সবাই পালিয়ে আসলেও দহগ্রাম ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের ফকিরপাড়া এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ রমজান আলী(২৭) কে আটক করে মেখলিগঞ্জ মহকুমার নাউয়াপাড়া ওমর ক্যাম বিএসএফ,পরে তাকে ক্যাম্পে নিয়ে যায়।
এ ব্যাপারে দহগ্রাম ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
৫১ বিজিবি পানবাড়ি কোম্পানি সদরের কোম্পানি কমান্ডার ওয়াহেদ বলেন, ঘটনা শুনার পর আমরা মেখলিগঞ্জ বিএসএফ এর কোম্পানি সদরে লিখিত চিঠির মাধ্যমে পতাকা বৈঠকের আহ্বান করার পর, ১৫ই মে,২০২৩ বিকাল ০৪ টা থেকে ০৫ টা পর্যন্ত দীর্ঘ ১ ঘন্টা ব্যাপি আঙ্গোরপোতা জির পয়েন্ট ডিএমপি ১/৯ এস, পিলারের কাছাকাছি পতাকা বৈঠক অনুষ্ঠািত হয় এ সময় ভারতীয় বিএসএফ এর পক্ষ থেকে নেতৃত্ব দেয় ভারতী মেখলিগঞ্জ কোম্পানি সদরের কমান্ডার ভারতচন্দ্র ও অর্জুন ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বনজকুমার, বিজিবি পক্ষ থেকে নেতৃত্ব দেয় ৫১ বিজিবির, পানবাড়ি কোম্পানি সদরের কোম্পানি কমান্ডার ওয়াহেদ ও আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এনামুল হক, পতাকা বৈঠক শেষে তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে রমজান আলীকে ছেড়ে দেওয়ার কথা বলা হলেও তারা(বিএসএফ) তা অসম্মতি প্রকাশ করে, রফিকুল ইসলাম কে আটকের ঘটনা তারা স্বীকার মধ্যে পতাকা বৈঠকের সমাপ্তি হয়।