রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
২০ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে আনুমানিক রাত ৯, ৩০ মিনিট থেকে ১০ টার মধ্যে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করার পর পালিয়ে যায় খুনি নাহিদুজ্জাম প্রধান বাবু, গত ২৯শে জানুয়ারী রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পাটগ্রাম থানার একটি দল,
খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়া অভিযুক্ত খুনি মোঃ নাহিদুজ্জামান প্রধান বাবু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার নয়ারহাট প্রধানটারী এলাকায় তার চাচা মোনাব্বর ও মালেক প্রধানের বাড়ীতে গিয়ে ওঠে। সেখানে ৭দিন থাকার পর ৪৫/৫০ কিলোমিটার দূরে কোচবিহারে ফুফুর বাসায় চলে যায়। সেখানে দুইদিন অবস্থান করে। “পেইড সোর্স” এর মাধ্যমে তাকে সেখান থেকে ফেরত এনে গ্রেফতার করে পুলিশ।
জগতবেড় ইউনিয়নের একজন অপরিচিত গরু পাচারকারীর সহায়তায় ৪ হাজার টাকায় অপর ৮/১০ জন গরু পারাপারকারী ডাংগোয়ালের মাধ্যমে ওইদিন (২০/০১/২৩ তথা ২১/০১/২৩) রাত অনুমান ৩টার দিকে ভারতীয় সীমান্তের এক বাড়ীতে অবস্থান নেয়। ওই বাড়ীতে তার ব্যবহৃত ‘রিয়েল মি’ মোবাইলটি রেখে ও শরীরে থাকা কাপড় পরিবর্তন করে ২১/০১/২৩ তারিখ সকাল সাড়ে ১০টায় গাড়ীযোগে ওই বাড়ী থেকে ১৫/২০ কিলোমিটার দূরে তার আপন চাচার বাড়ীতে ওঠে।
পরে সেখান থেকে পুলিশের নিয়োগ করা পেইড সোর্স তাকে কৌশলে দহগ্রাম সিমান্তে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।