বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও আলোচনা সভা ১৪ই ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব ও বিশ্বনাথ বার্তা পত্রিকা অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি ও বিশ্বনাথ বার্তা পত্রিকার বার্তা সম্পাদক উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়ার পরিচালনায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহীন উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিশ্বনাথ শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান।
আলোচনা সভায় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল শহীদ ও মুক্তিযুদ্ধে অবদানকারী সকল বীর সেনানীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ সহ দিবসের তাৎপর্য বিষয়ক উম্মুক্ত আলোচনা করেন বক্তারা।
এসময় উপস্তিত ও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক এ কে এম তুহেম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক ও কবি এ.পি সেবু, শাহ সিদ্দিকুর রহমান, সাংবাদিক শ্রী অজিত চন্দ্র দেব, আব্দুল কাইয়ুম, আতাউর রহমান রাসেল ও অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ।