বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে ট্রাইব্রেকারে জনতা সংঘ শ্রীধরপুর কে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের’ ৪র্থ আসরের চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকে ফুটবল একাডেমি।
৭ ই মার্চ বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের জানাইয়ার মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলার মাধ্যমেই পর্দা নেমেছে টুর্ণামেন্টের ৪র্থ আসরের। আজকের ফাইনাল খেলাটি দেখতে বিভিন্ন অঞ্চলের হাজার- হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ও জানাইয়া হিরামন সমাজ কল্যাণ স্পোটিং ক্লাবের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’ বিশ্বনাথের প্রবাসীদের অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে।
টুর্ণামেন্টের অর্থদাতা ও যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়ার সভাপতিত্বে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিশ্বনাথ উপজেলা ধারাভাষ্য এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক এ কে এম তুহেম এর পরিচালনায় অনুষ্ঠিত ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’ ৪র্থ আসরের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন, জানাইয়া হিরামন সমাজ কল্যাণ স্পোটিং ক্লাবের সভাপতি নূরুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল জালাল, প্রবাসী সেলিম মিয়া, আব্দুল মানিক, আলমগীর হোসেন, শাহ তাজুল ইসলাম, জামাল উদ্দিন, কানাডা প্রবাসী এম আর আজিজ, সাবেক মেম্বার মছদ্দর আলী, ইসমাঈল আলী, যুক্তরাজ্য প্রবাসী শাহ তাজুল ইসলাম, জামাল উদ্দিন, মো. আলমগীর হোসেন, বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি কাওছার আহমদ বাপ্পি, বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সভাপতি ফখরুল আহমদ প্রমুখ।
উক্ত টুর্নামেন্টের প্রবাসী অর্থ দাতা হলেন- যুক্তরাজ্য প্রবাসী গোলজার খান, তফজ্জুল আলম, আমেরিকার প্রবাসী আব্দুল কালাম, যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া, রফিকুল ইসলাম বাবুল, মমিন খান মুন্না,আব্দুল গফ্ফার, নোমান আহমদ, খলিল আহমদ, শেখ আবুল বাশার, রাসেল আহমদ, ইতালি প্রবাসী জাহেদুল ইসলাম, আখতার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী ইউসুফ আলী, আব্দুশ শহীদ, শেখ ফরিদ উদ্দিন শাহ, শেখ নিজাম উদ্দিন শাহ, সুহেল আহমদ, মো: সুমন, জুয়েল আহমদ ও রফিক আহমদ।
ধারাভাষ্য বর্ণনায় ছিলেন আব্দুল আহাদ, আলী হুসেন রানা, আরকুম আলী। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলাটি লাইভ সম্প্রচার করে এসএনবি লাইভ মিডিয়া সহ অন্যান্য চ্যানেল।