বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিদ্যুৎ-গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, পাঠ্যপুস্তকে ধর্ম জাতিসত্বা বিরোধী বিতর্কিত বিষয়বস্তু সংযোজনের প্রতিবাদে শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বাদ জুম্মা বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা। দলটির নেতৃবৃন্দ বিশ্বনাথ পুরানবাজার মোড় থেকে মিছিল শুরু করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর ওপর সমাবেশে মিলিত হয়।
ইসলামি আন্দোলন নেতা মাসুক মিয়ার সভাপতিত্বে ও ছাত্র আন্দোলন বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক খালেদ আহমদ ও ছাত্র আন্দোলন বিশ্বনাথ পৌর শাখার সভাপতি হাফিজ সাহেদ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা সভাপতি মুহাম্মদ আমির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুকুর রহমান শিকদার, ছাত্র আন্দোলন সিলেট জেলার শাখার সভাপতি আরিফুল ইসলাম শামীম, ছাত্র আন্দোলন বিশ্বনাথ উপজেলা সভাপতি আব্বাস আলী, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, মুজাহিদ কমিটি বিশ্বনাথ উপজেলার সাধারণ সম্পাদক সাদেক আলী, যুব আন্দোলন বিশ্বনাথ উপজেলা সভাপতি মারুফ আলী।
এসময় ইসলামি আন্দোলন, মুজাহিদ কমিটি, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।