বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারে অবস্থিত আল – হেরা শপিংসিটিতে হামলা ও ভাংচুরের মামলায় উপজেলা জানাইয়া গ্রামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
মামলায় এজাহারভুক্ত আসামী নাসির আহমদ রাজ পৌরসভার জানাইয়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। ২৮ আগস্ট বুধবার রাতে জানাইয়া গেইট সংলগ্ন রুশুন আলী চা স্টল থেকে তাকে এই মামলার প্রথম আসামি হিসেবে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
আটক আসামি নাসির আহমদ কে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, থানায় কর্মরত পুলিশের এস আই আব্দুল মান্নান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত ৪ আগস্ট আল-হেরা শপিং সিটিতে হামলা চালায় দূর্বৃত্তরা। উক্ত ঘটনায় ১৪৩ জনকে আসামি করে গত ১৮ই আগস্ট বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান। মামলায় ৮৩ জনের নাম উল্লেখ করে বাকী আসামিদের অজ্ঞাত রাখা হয়েছে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ওসি রমা প্রসাদ চক্রবর্তী জানিয়েছেন, বিশ্বনাথে জামায়াত নেতা আমজদ আলী ও আল – হেরা শপিংসিটি ভাংচুর মামলায় এজাহারভক্ত আসামীদেরকে গ্রেফতারের জন্য অবিরাম প্রচেষ্টা অব্যাহত রয়েছে।