ডেস্কঃ
ঠিক দু’মাস পর ৩১শে অক্টোবর ইডেনে বাংলাদেশ-পাকিস্তান বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ। এই ম্যাচের অনলাইন টিকিটের দায়িত্বে ছিল বুক মাই শো নামের একটি সংস্থা। তারা জানাচ্ছে, মাত্র ৩৮ মিনিটের মধ্যে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের অনলাইন টিকিট নিঃশেষ হয়ে গেছে।
ম্যাচটি নিয়ে উৎসাহ এত বেশি যে, কলকাতার হোটেল এবং গেস্ট হাউস গুলিতে ঠাঁই নেই ঠাঁই নেই, ছোট এ তরী। যে হোটেলের সাধারণ ঘরের ভাড়া এখন দিন পিছু ৫ হাজার টাকা, সেই ঘরেরই দাম ২৯শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত দিন পিছু ২৬ হাজার টাকা। ভিসার কি হবে তার ঠিক নেই, বাংলাদেশ থেকেও বহু মানুষ টিকিট কিনে বসে আছেন। তাঁদের আশা বিশ্বকাপ ক্রিকেটের জন্যে আলাদা ভিসা নীতি হবে। কলকাতার লিটল বাংলাদেশের ব্যবসায়ীরাও ক্রিকেট পর্যটনের দিকে তাকিয়ে আছেন। তাঁদের লক্ষ্য ইডেনে বাংলাদেশের ২টি ম্যাচ। ক্রিকেটের অনলাইন টিকিট বিক্রি শুরু হতেই বিসিসিআই’র ওয়েবসাইট এবং অ্যাপ ক্র্যাশ করে গেলেও বাংলাদেশ এবং হল্যান্ডের খেলার টিকিট অনলাইনেও পাওয়া যাচ্ছে। পাকিস্তানের ম্যাচের চাহিদা তুঙ্গে।//সুত্র- মানব জমিন//