এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
৩১.০৫.২০২৩ বুধবার কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটের আঘাতে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের নাকারজান সীমান্ত এলাকার ৯৪০ -এর ৬ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। প্রত্যক্ষদর্শী সীমান্তবাসীরা জানান, বুধবার সকালে ভারত-বাংলাদেশের ৫ থেকে ৭ জনের একটি যৌথ চোরাকারবারি দল মাদক ও গরুর গোমত পাচারের উদ্দেশে কাঁটাতারের বেড়ার পাশে যায়। তারা ঢিল ছুঁড়ে মাদক ও গরুর গোস্তের পোটলা কাঁটাতারের বেড়ার উপর দিয়ে পার করার চেষ্টা করে। এ সময় ভারতীয় ১৩৮ নম্বর বিএসএফ ব্যাটলিয়নের অধীন সাবরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বাংলাদেশী মনসুর আলীর ছেলে হাফিজুর রহমান হাফির (৪০) মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রাবার বুলেট বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তার সহযোগীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে অজ্ঞাত স্থানে চিকিৎসা দিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।