এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১৭ এপ্রিল মঙ্গলবার কুড়িগ্রামের ফুলবাড়ী প্রেসক্লাবের আয়োজনে দোয়া ইফতার মাহফিল ও জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দেশ সেরা ফুলবাড়ীর কৃতিসন্তান শাহ পরাণ সিয়ামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বিকালে ফুলবাড়ী প্রেসক্লাব চত্বরে সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী শাহ পরাণ সিয়ামের হাতে ক্রেস্ট তুলে দেন কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য সরকার মনোয়ারা বেগম,উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ লতিফ, বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপাধ্যক্ষ নুর ইসলাম শেখ, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাগন এবং সাংবাদিক গন উপস্থিত ছিলেন।