জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার থানা পুলিশের একটি দল উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের ধরলা ব্রীজ এর উপর হতে ২ কেজি গাঁজাসহ রাজশাহী জেলার বাঘা উপজেলার মাদক কারবারি মিলন হোসেন (৩৮) ও সুমন আলী (২২) দ্বয়কে আটক করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, আটককৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।