এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১৬ মার্চ বৃহস্পতিবার বিশুদ্ধ ইসলাম প্রচারের লক্ষ্যে সারাদেশে তৃতীয় ধাপে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার মডেল মসজিদ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উদ্ভাবিত একটি অসাধারণ পরিকল্পনা। যা মুসলিম সম্প্রদায়ের সাড়ে ১৪শত বছরের ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত। কি নেই এই মডেল মসজিদটিতে। আধুনিক সকল সুযোগ সুবিধায়ই রয়েছে মডেল মসজিদগুলোতে।
মসজিদের ভিতর ঝাড়বাত ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের বিশেষত্ব রয়েছে অনেক। একই ডিজাইনে জেলা, উপকূলীয় এলাকা ও সিটি করপোরেশনগুলোতে চতুর্থ তলা ও উপজেলাগুলোতে তৃতীয় তলা বিশিষ্ট নির্মাণ ব্যবস্থা বিরাজমান রয়েছে ।