জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় ১৮ বোতল ইস্কাফসহ মাদক কারবারি আমিনুলকে আটক ও ১টি মোটরসাইকেল জব্দ করেছে থানা পুলিশ।
বুধবার গভীর রাতে থানা পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা (পাঠানটারী) এলাকা থেকে মাদক কারবারি আমিনুল ইসলাম (৫২)’কে ১৮ বোতল মাদকদ্রব্য ইস্কাফসহ আটক ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply