এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০৬.০৬.২০২৩ মঙ্গলবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টরের চাপায় চালক একরামুল হক নিহত হয়েছে।
জানাগেছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার সময় দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের আছিয়ার বাজার এলাকায় বালুবাহী ট্রাক্টরের পিছনের চাকা পামসার হওয়ার কারণে চালক একরামুল হক (৩৬) চাকা পাল্টানোর সময় আকস্মিক ভাবে ট্রাক্টরের পিছনের ডালা তার মাথায় পড়ে যায়। ঘটনা স্থলেই চালকের মৃত্যু হয়। নিহত একরামুল হক ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ গ্রামের মৃত আব্দুল জব্বারের দ্বিতীয় পুত্র। নিহত একরামুল হকের স্ত্রী ও তিন পুত্র সন্তান রয়েছে।এব্যাপারে ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এস আই মোস্তাকিন।