এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১৭ মার্চ শুক্রবার কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শুক্রবার সুর্য্যদ্বয়ের সাথে সাথে উপজেলার সরকারি-বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা চত্তরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।
পরে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বাদশা, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।