এশিয়ান ডেস্কঃ
ভারতের পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় ২ ট্রাকের মাঝে আটকে গেল ১টি যাত্রীবোঝাই গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় ১ শিশুসহ ৬ জন নিহত হয়েছে। গাড়ির যাত্রীরা মালেরকোটলা থেকে সুনামে ফিরছিলেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর ) ভোর রাতে দূর্ঘটনাটি ঘটেছে। পাঞ্জাবের সাঙ্গরুর জেলার মেহলা চক থেকে সুনাম সড়কে। নিহতদের মধ্যে ৪ বছরের একটি শিশু রয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর ) ভোররাতে ১টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে। সাবইন্সপেক্টর জগতার সিং সাংবাদিকদের জানান, একটি শিশুসহ মোট ৬ জন মারা গিয়েছেন। প্রাথমিক তদন্তে জানা যায়, সবাই সুনাম জেলার বাসিন্দা। আমরা নিহতদের আত্মীয়স্বজনের্ বক্তব্য রেকর্ড করেছি। স্থানীয় বাসিন্দা গুরচর্ণ সিং জানান, সকলেই ঘটনাস্থলেই মারা যান এবং ২টি ট্রাকের মাঝে গাড়িটি আটকে যায়। গাড়ি কেটে মৃতদেহগুলি বাইরে বের করা হয়। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।